-
অবন্তীকার নীল আকাশ-1
পর্বঃ-১ আশেপাশে অনেক শব্দ হচ্ছে, মনে হচ্ছে আমি কোন বাজারে কৃতদাস হিসেবে আমাকে নিলামে বিক্রি করা হবে। এ নিয়ে আমার কোন চিন্তা নেই । আমি চুপচাপ চোখ বন্ধ করে ধ্যানের মতো বসে আছি। আমাকে নিয়ে দুজন নিলাম ডাকতে ডাকতে গোলমাল বাধিয়ে দিয়েছে। কিছুক্ষন পর হাতাহাতি শুরু হয়ে গেলো। সবাই খুব মজা করে দেখছে। আমিও খানিকটা…
-
অবন্তীকার নীল আকাশ-6
পর্বঃ- ৬ এখন আমি ট্রেনে। জানালার পাশে বসে আছি। মনে হচ্ছে আমি থেমে আছি, সবকিছু পেছনে ছুটে চলছে। ঝিকঝিক ঝিকঝিক শব্দ হচ্ছে। আসলে আমরা সবাই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আছি, শুধু ছুটে চলে সময়, আমাদেরকে পেছনে ফেলে। আমি চুপচাপ বসে সময়ের সাথে কথা বলার চেষ্টা করছি, সময়কে একটা চিঠি পাঠাতে হবে, যে চিঠির কখনো উত্তর…
-
অবন্তীকার নীল আকাশ-5
পর্বঃ- ৫ এক ঘন্টা ধরে আমি থানায় বসে আছি। অনেক আসামীকে পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। অনেক পুলিশ আমার দিকে দু-একবার তাকালে কেউ আমাকে অগ্রাহ্য দেখাচ্ছেনা। আমি হঠাৎ বলে উঠালাম, কেউ আছেন, আমাকে এক কাপ চা দিয়েন। বেশি করে দুধ চিনি দিয়ে কাচা লিকার। এটা বলতেই সব পুলিশ আমার দিকে তাকিয়ে আছে। আমি বেঞ্চের উপর…
-
অবন্তীকার নীল আকাশ-4
পর্বঃ- ৪ এক সপ্তাহ পরে একদিন সিদ্দিক মিয়া আমার রুমে আসলো। ওর চোখ লাল। -নীল ভাই, সমাধান কন। -সমাধান আছে সিদ্দিক মিয়া। সমাধান বের করেছি। -তারাতাড়ি কন ভাই। আমি খুব বিপদে আছি। এই কয়দিন বোতল বোতল ফেন্সি খাইলাম। তাও রাইতে ঘুম হয় নাই। খালি সেই পরীটা। বুক ধড়ফর করে। -শোনেন সিদ্দিক ভাই, ঐ মেয়েটা কোন…
-
অবন্তীকার নীল আকাশ-3
পর্বঃ-৩ এখন বিকেল ৪টা বেজে ২৭ মিনিট। আমি নীলক্ষেতের রাস্তা ধরে হাটছি। পিছন পিছন একটা কুকুর আসতেছে বেস কিছুক্ষণ ধরে। আমি দাড়ালে কুকুরটাও দাঁড়ায় আমি হাটলে সেও হাটে। আমি একটু দাড়াই আবার হাটি, আমার একটু দৌড় দেই। আসলে কুকুরটা আমার সাথে এই চোর পুলিশ খেলা ভালোই মেতেছে। আমি আবার মাথা ঝুলাতে ঝুলাতে হাটছি, কুকুরটাও জিব্বা…